প্রতিবাদী স্কুলছাত্র অস্ত্রের আঘাতে নিহত
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে সুশীল চন্দ্র মহন্ত (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় হান্নান (২০) নামের অপর এক যুবক গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ছোট দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুশীল চন্দ্র ছোট দৌলতপুর গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গুরুতর আহত হান্নানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাত-আটজনের একটি দল বৃহস্পতিবার রাতে এখলাছ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ও আশপাশের লোকজন ডাকাত ভেবে চিৎকার করতে থাকে। পরে সুশীল চন্দ্র ও হান্নান দুর্বৃত্তদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে সুশীল চন্দ্র ও হান্নানকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুশীল চন্দ্র মারা যায়।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ধাপেরহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে।