ময়মনসিংহে জমি নিয়ে সংঘর্ষে দুজন নিহত, আহত ৪
ময়মনসিংহের পাগলা থানার কান্দাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সামাদ খাঁ (৬০) ও আবুল কালাম খাঁ (৫৫)। তাঁদের হত্যায় জড়িত সন্দেহে লিয়াকত মীর ও তাঁর ছেলে সজল মীরকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন তছলিম খাঁ, মোশারফ খাঁ, খাইরুল খাঁ ও সেলিম খাঁ। তাঁদের গফরগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খাঁ বাড়ি ও মীর বাড়ির লোকজনের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ তৈরি হয়। বেলা ১১টার দিকে খাঁ বাড়ির সামাদ খাঁ (৬০) ও আবুল কালাম খাঁ (৫৫) মীর বাড়ির লিয়াকত মীরের সাথে সমস্যা সমাধানে কথা বলতে যান। এ সময় কথাকাটাকাটির একপর্য়ায়ে লিয়াকত মীর ও তাঁর ছেলে সজল মীর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান সামাদ খাঁ।
বেলাল হোসেন আরো বলেন, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল কালাম খাঁ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।