খাগড়াছড়িতে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় মংছিলা মারমা (২৩) নামের এক চালককে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার হাজাছড়ি এলাকায় লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মংছিলা মারমা উপজেলার শিলাছড়ি পাড়ার অংথৈচাই মারমা ছেলে।
এলাকাবাসী জানায়, মংছিলা মারমা আজ শনিবার সকাল ৮টার দিকে যাত্রী নিয়ে বর্মাছড়ি যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা হাজাছড়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত মংছিলা মারমাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীছড়ি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই মংছিলা মারমা মারা গেছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।