বান্দরবানে আগুনে পুড়েছে ২০ দোকান-ঘর
বান্দরবানের লামা উপজেলায় আগুনে ২০টি দোকানসহ ঘরবাড়ি পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার গজালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে প্রায় ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় লোকজন জানান, বাজারের চায়ের দোকানের চুলা থেকে আগুন লেগে মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি ঘরবাড়ি। এ ছাড়া আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দোকানপাট ও ঘরবাড়ি পুড়লেও কেউ হতাহত হয়নি।