পাহাড়ের পরিস্থিতি উদ্বেগজনক : সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৯ বছর পার হলেও কোনো সরকারই চুক্তির মৌলিক দিকগুলো বাস্তবায়নে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এ অভিযোগ করেন।
এ সময় সন্তু লারমা চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি উদ্বেগজনক ও নিরাপদহীন হয়ে পড়েছে উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রশাসন, আইনশৃঙ্খলা, উন্নয়নসহ গুরুত্বপূর্ণ সব বিষয় এবং চুক্তি বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।’
এ পরিস্থিতিতে দ্রুত চুক্তি বাস্তবায়নের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে বলে হুমকি দেন সন্তু লারমা। তিনি ১০ দফা দাবিতে পাহাড়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।