মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে ‘রিফ্লেকশন স্টিকার’ উদ্বোধন
মেহেরপুরে সড়কে নিরাপদ চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে জেলার ইজিবাইক ও শ্যালো ইঞ্জিনচালিত আলগামন মালিক চালকদের সঙ্গে মতবিনিময় শেষে সড়ক দুর্ঘটনা রোধে রিফ্লেকশন স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সদর থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তুহিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম।
পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, সড়কে যখন দ্রুতগতিতে শ্যালো ইঞ্জিনচালিত যানগুলো যায় তখন অপরপ্রান্ত থেকে মনে হয় শুধু একটি হেডলাইট আসছে। যে কারণে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিথ ঘটনাগুলো বেশি ঘটছে। সে কারণে আগামী ১৫ দিনের মধ্যে মেহেরপুর জেলায় যতগুলো শ্যালো ইঞ্জিন চালিত যান ও ইজিবাইক রয়েছে সেগুলো সামনের দুই দিকে রিফ্লেকশন স্টিকার লাগাতে হবে। তিনি বলেন, ‘আমি আশা করি এর মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর সারা দেশের একটি রোল মডেল হিসেবে পরিণত হবে।’
‘নিরাপদ সড়ক চাই’ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ‘আইন করে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, যদি না আমরা সবাই সচেতন হই।’
সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আন নূর যায়েদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইজিবাইক মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, ইজিবাইক চালক আনারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় জেলার শত শত ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত আলগামন মালিক ও চালকরা অংশ নেন।