সাংবাদিকদের বিরুদ্ধে সাংসদের মামলা প্রত্যাহারের দাবি
দুটি অনলাইন পত্রিকার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রতিনিধিদের বিরুদ্ধে সাংসদ দবিরুল ইসলামের মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিকরা ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বিটিভির জেলা প্রতিনিধি আখতার হোসেন রাজা, দৈনিক করতোয়ার পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, একুশে টিভির প্রতিনিধি এস এম জসিম উদ্দীন, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নবীন হাসান, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, বিডিনিউজের প্রতিনিধি শাকিল আহমেদ, সাংস্কৃতিককর্মী মাসুদ আহমেদ সুবর্ণ।
বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গি-হরিপুর) আসনের সাংসদ দবিরুল ইসলাম অনলাইন পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম ও ঢাকা টাইমসের সম্পাদক ও ঠাকুরগাঁও প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন। দ্রুত এ মামলা প্রত্যাহার করে নিতে হবে। না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে, আজ দুপুরে আদালতে একই সংবাদের পরিপ্রেক্ষিতে যায়যায়দিন পত্রিকার বিরুদ্ধে মামলা করেন দবিরুল ইসলাম।
বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে জমি নিয়ে স্থানীয় যতেন পাল ও দীপের বিরোধ আছে। এ নিয়ে দীপেনসহ তাঁর লোকজন যতেনের ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং তাঁকে ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালায়।
মামলার এজাহার ও যতেনের অভিযোগ, দীপেন সাংসদ দবিরুলের লোক। তাঁর প্রভাব খাটিয়ে যতেনের ওপর হামলা চালান দীপেন। অনলাইন পত্রিকা দুটি এ খবর ছাপানোয় সাংসদ মামলা করেন।