প্রতিযোগিতা শেষে মিলল একটি ভেড়া, দুটি ছাগল
মেহেরপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আজ বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর থেকে শিবপুর পর্যন্ত এক কিলোমিটার ভৈরব নদীতে বিশ্বনাথপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
জেলা পরিবেশক সমিতির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চলের ১৪টি দল অংশ নেয়। প্রতিটি দলে দলনেতাসহ ১৫ জন সদস্য ছিলেন। প্রতিযোগিতার সময় দলনেতাসহ ১২ জন অংশ করে অংশ নেওয়ার সুযোগ পান।
এদিকে নৌকা বাইচের খবর পেয়ে বিভিন্ন গ্রামের শত শত উৎসুক নারী-পুরুষ নদীর দুই পারে প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী দলকে একটি ভেড়া ও দুটি ছাগল পুরস্কার দেওয়া হয়।