মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ৪১
মেহেরপুরে বিশেষ অভিযানের তৃতীয় দিনে বিভিন্ন মামলার আরো ৪১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করে।
তাদের মধ্যে সদর থানা ৭, গাংনী থানা ১৩, মুজিবনগর থানা ৩ এবং গোয়েন্দা পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে বিশেষ অভিযানে গত তিন দিনে বিভিন্ন মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ বলেন, বিশেষ অভিযানের তৃতীয় দিন আটক ৪১ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।