মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩১
মেহেরপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে জেলার তিন থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ৩১ জনকে গ্রেপ্তার করে।
এ নিয়ে বিশেষ অভিযানে গত চার দিনে বিভিন্ন মামলায় ১২৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।