মাথাচাড়া দিলে জামায়াত-শিবির শায়েস্তা হবে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কীভাবে দমন করতে হয়, তা এরই মধ্যে সরকার দেখিয়েছে। আবারো মাথাচাড়া দিলে কীভাবে তাদের শায়েস্তা করা হবে, তা সময় হলেই দেখা যাবে।
আজ রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মূল ক্যাম্পাসে ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন। পরে তিনি ক্যাম্পাস চত্বরেই সুধী সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশে হানিফ বলেন, ‘পাকিস্তান আমল থেকেই জামায়াতে ইসলামীর রাজনীতি নাশকতামূলক। তারা সুযোগ পেলেই নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপ করবে, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে সরকার সজাগ আছে।’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বাস ডাকাতির সঙ্গে চালক বা হেলপার জড়িত থাকলে ব্যব্স্থা নেওয়া যাবে না কেন?’
সমাবেশে হানিফ বলেন, ‘সরকার থেকে চেষ্টা করা হচ্ছে, যাতে এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। মানুষকে জিম্মি করে এ ধরনের অন্যায় কাজ প্রশ্রয় দেওয়াকে কোনোভাবেই বরদাশত করার সুযোগ নেই। আমরা চাই না, কেউ মানুষকে জিম্মি করে ফায়দা লুটুক বা অন্যায় দাবি আদায় করুক। এ ধরনের নজির স্থাপনের কোনো সুযোগ নেই।’
হানিফ আরো বলেন, ‘ডাকাতি সংঘটিত হওয়া বাসের সব যাত্রী বলেছেন, বাসের চালক ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাঁদের কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী চালককে গ্রেপ্তার করা হয়। এ কারণে ধর্মঘট ডাকা হলে আমি মনে করি, এটার কোনো যৌক্তিকতা নেই।’
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের চালক ও চেকারকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকার সঙ্গে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ষষ্ঠ দিনের মতো বন্ধ আছে। বিভাগের ১০ জেলার অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বিভিন্ন রুটের যাত্রীরা।