পুলিশ জঙ্গিদের শক্তি ভেঙে দিয়েছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের আমরা জঙ্গি হিসেবেই দেখি। এদের সংখ্যা খুব বেশি না। জঙ্গিদের শক্তি পুলিশ ভেঙে দিয়েছে। তারা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। জনগণের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে জঙ্গিদের নির্মূল করা সম্ভব হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, জঙ্গিরা কোনো বিশেষ ধর্মের লোককে মারে না। তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে হত্যা করছে। বাংলাদেশের অগ্রযাত্রার এক নতুন চ্যালেঞ্জ জঙ্গিবাদ।
মাদক থেকে অপরাধ শুরু উল্লেখ করে আইজিপি বলেন, শিশুকাল থেকে তাদের মধ্যে মাদকের ভয়াবহতা তুলে ধরতে হবে যাতে তারা কখনোই বিপথগামী না হয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শহীদুল হক বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমলে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আজ সেই দূরত্ব কমিয়ে জনগণের আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি।
আজকের পুলিশ জনগণের পুলিশ উল্লেখ করে আইজিপি বলেন, কমিউনিটি পুলিশ কমিউনিটি নিয়ে কাজ করবে। শিক্ষার্থী, ব্যবসায়ী, মৎসজীবী প্রতিটি কমিউনিটি নিয়ে কাজ করতে হবে। এতে সমাজে অপরাধ ও অপরাধ প্রবণতা কমে আসবে। থানার দালাল তাড়াতে হলে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে হবে। দালাল তাড়ানোর দায়িত্ব নিতে হবে এ দেশের সব জনগণকে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান, খুলনা মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাটে পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ লক্ষ্য অর্জনের জন্য দেশের শান্তি-সমৃদ্ধি নিশ্চিতে পুলিশিং কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রকে এগিয়ে নিতে হবে। উন্নয়ের পূর্ব শর্ত শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। এ জন্য এই কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। আমাদের সমাজে কেউ যেন ক্ষুধা ও দরিদ্রতার কারণে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে আমরা সবাই দেশকে এগিয়ে নিতে কাজ করছি।
সমাবেশে বাগেরহাটের নয়টি উপজেলার কমিউনিটি পুলিশিং ইউনিট ছাড়াও পাশের জেলার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।