তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন নাটোরের একটি আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইনামুল হক বসুমিয়া এ আদেশ দেন।
যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির দপ্তর সম্পাদক আহম্মদ আলী মোল্লা বাদী হয়ে গত বছরের ১৮ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে নাটোরের আদালতে মামলাটি করেছিলেন। মামলার পর আদালত প্রথমে তারেক রহমানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাজির না হওয়ায় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।