শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীর রাতভর নির্যাতন!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে নির্যাতিত ওই ছাত্র প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগপত্রে বলা হয়েছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ছাত্রলীগকর্মী জাহিদুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র রায়হানুল ইসলাম রায়হানকে ডেকে নিয়ে যায়। তাঁকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ওই ছাত্রকে মুরগি ও চেয়ার হতে বলে। মুরগি হওয়ার সময় তাঁর পা কাঁপলে তাঁকে পাইপ দিয়ে বেধড়ক পেটানো হয়।
তবে ছাত্রলীগকর্মী জাহিদুল ইসলাম সজল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি, তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’