আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার ঘটনায় আদালতে মামলা
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে।
গতকাল রোববার খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা।
মামলায় খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনকে প্রধান আসামি করে ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আমলি আদালত মামলাটি আমলে নিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ধরনের কোনো নির্দেশনা তিনি এখনও পাননি।
প্রসঙ্গত, গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিনেতা ক্ষেত্রমোহন রোয়াজাসহ সাতজন আহত হয়। জেলা বিএনপি দাবি করে, তাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করে, বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলার চেষ্টা করে এবং তারা তা প্রতিরোধ করেছে। হামলায় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে।