চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলে নিহত
চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১ জুন) ডাকপাড়া ও কর্ণফুলী উপজেলার পটিয়া–আনোয়ারা–বাঁশখালী (পিএবি) সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কহিনুর আক্তার (৪৩), তার ছেলে মিরাজ (২৩) ও মানিক (১৭)। নিহত কহিনুর আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ গ্রামের মৃত আবদুস শুক্কুরের মেয়ে। তার স্বামী পটিয়া উপজেলার জিরি গ্রামের বাসিন্দা মো. শফিউল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিকলবাহা ওয়াই জংশন (ক্রসিং) থেকে কহিনুর সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। আনোয়ারার প্রবেশদ্বার ডাকপাড়ায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। ঘটনাস্থলেই কহিনুর আকতার নিহত হন। এছাড়া কহিনুরের দুই ছেলে মানিক, মিরাজ ও শিশু সুমাইয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক ও মিরাজের মৃত্যু হয়।
হতাহতদের স্বজন মনির উদ্দীন জানান, ‘কহিনুর আমার চাচাতো বোন। তার বড় ছেলে মানিক এবার অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল, মিরাজ এসএসসি পরীক্ষা দিয়েছে মাত্র। মেয়ে সুমাইয়া চতুর্থ শ্রেণিতে পড়ে। মুহূর্তেই সাজানো–গোছানো পুরো পরিবারটি শেষ হয়ে গেল।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান বলেন, ‘দুর্ঘটনাস্থলে প্রাণ হারান কহিনুর আকতার। খবর পেয়েছি হাসপাতালে তার আহত দুই ছেলের মৃত্যু হয়েছে। বড় উঠান এলাকায় থেকে বাসটি স্থানীয়রা জব্দ করেছে।’