রংপুরে দেড় কোটি টাকার স্বর্ণসহ যুবক গ্রেপ্তার
রংপুরে দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (৭ জুন) সকালে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর রুটের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ফয়সাল মুন্সীগঞ্জের দেওভোগ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বাসে তল্লাশির সময় কোমড়ের বেল্টের সঙ্গে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক দেড় কোটি টাকা।
এ বিষিয়ে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বলেন, ‘ওই বাসটিতে বিপুল ইয়াবার চালান আসছে, এমন তথ্য পেয়ে সকালে তল্লাশি চালানো হয়। পরে যাত্রীদের তল্লাশি করতে গিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।’