জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ শুক্রবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হতহতদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল কান্দাপাড়া গ্রামে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, আজ দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশে কয়েকজন মসুল্লি ইজিবাইকযোগে নুরুন্দি ইটাইল থেকে পাশের শেরপুর জেলার এক মাজারে যাচ্ছিলেন। ইজিবাইকটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে পাশের একটি ধানক্ষেতে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল কান্দাপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫) ও একই এলাকার সদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮)। এ সময় গুরুতর আহত একই এলাকার হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নালকে (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহে নেওয়ার পর ইজিবাইকের চালক জয়নাল ও আরেক যাত্রী সাহেদ আলী মারা যান। নিহত ইজিবাইকচালক জয়নাল একই এলাকার সোবাহান আলীর ছেলে এবং নিহত সাহেদ আলী ফয়েজ উদ্দিনের ছেলে।
ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।