সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (১২ জুন) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় দাঁড়িয়েছিল। এ সময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন অন্তত পাঁচ থেকে সাতজন। আহতদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গত বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়।