দেশের অর্থনীতিকে লুট করা সরকারের লক্ষ্য : মির্জা ফখরুল
দেশের অর্থনীতিকে লুট করা ক্ষমতাসীন সরকারের মূল লক্ষ্য বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৮ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ দাবি করেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘এই সরকারের মূল লক্ষ্য, বাংলাদেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া। এই সরকার জনগণেরর ইচ্ছার বাইরে জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তবে, দেশের মানুষের এখন তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আন্দোলন চলমান রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে ঈদের পরে এই আন্দোলন আরও বেগবান হবে। আর, এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।’
এদিকে, আজ সকালে শহরের সেনুয়া পুরাতন গোরস্তান জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। আর মতবিনিময় সভার আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।