মাদারীপুরে হাতকড়াসহ পলাতক আসামি ১২ ঘণ্টা পর গ্রেপ্তার
মাদারীপুরে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ জুলাই) রাতে ডাসার উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মুন্সি নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। এরপর হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাওয়ার সময় বয়াতিবাড়ি এলাকা থেকে আসামি কৌশলে পালিয়ে যায়। পালাতক আসামি ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা। পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে জেলা ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের পাটক্ষেত থেকে আসামিকে হাতকড়াসহ গ্রেপ্তার করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, ‘পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় আসামি খোকন মুন্সিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ রোববার সকালে তাকে মাদারীপুর অদালতে পাঠানো হবে।’