নড়াইলে বিএনপিনেতাকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বিএনপির সভাপতি মো. পারভেজ কাজীকে (৪৫) গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে দীর্ঘদিন গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছিল। এ ঘটনার জেরে সকালে পারভেজ কাজী সারোল বৌবাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের অলিদ কাজী, ওহিদ কাজীসহ সাত-আটজন ভ্যানের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ সময় পারভেজের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আহতের পরিবার মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’