ময়মনসিংহে বিটিসিএলের ক্যাবল চুরি, ইউপি সদস্য সুজন গ্রেপ্তার
ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি হাওড় বাওড় প্রকল্পের ফাইবার অপটিক্যাল কেবল চুরির ঘটনায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুজন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২ জুলাই) দিনগত রাত ২টার দিকে তাকে মুন্সির হাট থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আজ সন্ধ্যায় ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সারা দেশে সরকারি হাওড় বাওড় প্রজেক্ট বিটিসিএল প্রকল্পের কাজ চলমান। সেই ধারাবাহিকতায় ধোবাউড়া উপজেলার একমাত্র ইউনিয়ন বাঘবেড় ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনের কাজ চলছে। ১৮ জুন রাতে ১০ হাজার ১৮৭ মিটার ফাইবার অপটিক্যাল ক্যাবল চুরি হয়ে যায়। এ ঘটনায় কাজের দায়িত্বে থাকা রাব্বী এন্টারপ্রাইজের পার্টনার কৌশিক দে সরকার বাদী হয়ে গত ১৯ জুন ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরদিনই চুরির সাথে জড়িত চন্ডিরকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ছাড়া মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চোর চক্রের আরও সদস্যদের নাম পাওয়া যায়। তারই প্রেক্ষিতে রোববার রাতে ইউপি সদস্য সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডিস ব্যবসায়ী খোকন মিয়াও এ চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’