পানি কমতে শুরু করেছে নেত্রকোনায়
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, সোমেশ্বরী, ধনু ও উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়।
গত দুদিন ধরে জেলায় বৃষ্টি না হওয়ায় নদ-নদী ও নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। শুধু কলমাকান্দা উপজেলার উব্দাখালি নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হলেও পানিবন্দি মানুষের চরম দুর্ভোগের কোনো খবর পাওয়া যায়নি।
নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জেলার সব নদ-নদীর পানি বাড়লেও আপাতত বন্যার আশঙ্কা নেই । দুদিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু হয়েছে। এদিকে কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিমূলক সভা করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।’