গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে বিদ্যুতের খুঁটির ধাক্কা, দুই বন্ধু নিহত
গাজীপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছে। রোববার (৯ জুলাই) বিকেলে মহানগরীর সদর থানার হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর থানার বরমী সিটপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে জাহিদ হাসান (২২) ও সদর থানার লক্ষীপুরা এলাকার লাভলু মিয়ার ছেলে আকাশ (২৭)। এদের মধ্যে জাহিদ তার বাবার সঙ্গে জয়দেবপুর বাজার এলাকায় ব্যবসা করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রোববার বিকেলে একটি মোটরসাইকেল চড়ে তিন বন্ধু ঘুরতে বের হন। তারা বেপরোয়াগতিতে মহানগরীর চতর বাজার যাওয়ার পথে হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত এবং তার অপর দুই বন্ধু আকাশ (২৭) ও সাকিব (২৩) গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশ মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।