ফুফুকে হত্যার অভিযোগে ভাতিজি দম্পতি গ্রেপ্তার
ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া বিজয়নগরে অশীতিপর বৃদ্ধা নুরুন্নাহার হত্যার ঘটনায় ভাতিজি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল তারাকান্দা উপজেলার বিসকা থেকে প্রধান আসামি ভাতিজি মারুফা ও তার স্বামী মানিককে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার কন্ফারেন্স হলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শাহীনুল ইসলাম ফকির বলেন, পারিবারিক কলহের জেরে গতকাল রাত সোয়া ৮টার দিকে আসামিরা নুরুন্নাহারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।
এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।