ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ধোবাউড়ার বালিগাঁও থেকে যুদ্ধপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মহরম আলী (৭৬) কে সোমবার (২৪ জুলাই) রাত নয়টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টায় সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তি স্বাধীনতাযুদ্ধ চলাকালে ধোবাউড়ার আওয়ামী লীগ নেতা হাতেম আলীকে হত্যাচেষ্টা ও তার বাড়িতে অগ্নিসংযোগ করাসহ ৪৫ জনকে হত্যা ও বহু নারীকে ধর্ষণ করেন। পরে যুদ্ধাপরাধ মামলায় ২০১৮ সালে ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাঁচ বছর পলাতক থাকার পর গোপনে নিজ বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।