শিশু শিক্ষার্থীর চোখ নষ্ট করার অভিযোগ আরেক শিশু শিক্ষার্থীর বিরুদ্ধে
নাটোরের নলডাঙ্গায় রিতা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চোখ বাঁশের কঞ্চি দিয়ে খুঁচিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে আরেক শিশু শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ বুধবার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ উপজেলার হলুদঘর গ্রামের গার্মেন্টসকর্মী রতনের শিশুকন্যা রিতা তাঁর সৎ মায়ের সঙ্গে গ্রামে বসবাস করে। আজ সকালে প্রতিবেশী ১২ বছরের অপর শিশু লিখন পাখি দেখানোর কথা বলে তাকে পাশের নদীর ধারের বাঁশ ঝাড়ে নিয়ে যায়। এরপর এক প্রতিবেশী বাঁশ কাটতে গিয়ে তাকে ওই বাঁশ ঝাড়ে পড়ে গোংরাতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। এরপর তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের অভিযোগ, স্কুলে উভয় শিশুর বিরোধের জেরে লিখন কৌশলে রিতাকে বাঁশ ঝাড়ে নিয়ে চোখ নষ্ট করেছে। বিষয়টি নলডাঙ্গা থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
পরে রিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সে হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং লিখন একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
রিতার চোখের অবস্থা শংকটাপন্ন জানিয়ে শিশু বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফয়সাল বলেন, বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল পরীক্ষার পর জানা যাবে রেটিনার অবস্থা কী পর্যায়ে রয়েছে। রেটিনা ক্ষতিগ্রস্ত হলে চোখ বাঁচানো সম্ভব নাও হতে পারে। তবে ডান চোখের অবস্থা অনেকটা ভালো।’