ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুক্তাগাছা উপজেলা সেক্রেটারিসহ ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার (গত ২৪ ঘণ্টায়) পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় গ্রেপ্তার করা নেতাকর্মীদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা করে পুলিশ। সেই মামলায় জামায়াতের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। গ্রেপ্তার করা জামায়াতের নেতাকর্মীদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
গ্রেপ্তার করা জামায়াতের নেতাকর্মীরা হলেন মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), অর্থবিষয়ক সম্পাদক ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), প্রচার সম্পাদক হাবিবুল্লাহ শরিফ (৪০), সদস্য মামুনুর রশিদ (৪৫), কোতোয়ালি থানা শাখার সদস্য মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মুক্তাগাছার মো. আনোয়ার হোসেন (৫০), সদরের আমির মো. মফিদুল ইসলাম (৫৫), গৌরীপুরের আসাদুল্লাহ হাফেজ (৫৫), ফুলপুরের আবদুল কাদের (৫০), ঈশ্বরগঞ্জের বরহিত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবদীন (৫১), সদস্য ফজলুল হক মাহবুব (৩৬), সরিষা ইউনিয়ন সেক্রেটারি আমিনুল হক খান (৬৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম (৪০), সদস্য মাওলানা মতিউর রহমান (৫৩), ফুলবাড়ীয়ার ইয়াছুব হুজর (৪৩), মো. আব্দুল মতিন (৩৫), ভালুকার মাওলানা মোবারক হোসেন (১৯), পাগলার মাহমুদুল হাসান (৩০) এবং ধোবাউড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০)।