নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড গেটের সামনে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় পারভিন আক্তার (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
বাচ্চু মিয়া বলেন, এ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় পারভিন আক্তারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পারভীন আক্তারকে হাসপাতালে নিয়ে আসা ফায়ারম্যান আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকালে ডিউটিতে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্যাঙ্কারের ধাক্কায় পারভিন আক্তার আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আজহারুল ইসলাম বলেন, নিহত পারভীন আক্তার ইউএইচএম লিমিটেড গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। পারভীন আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এলাকায় থাকতেন।
বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।