বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ, শিক্ষা সামগ্রীসহ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের এই ত্রাণ সহায়তা দেন।
এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, মেজর শায়েক উজ জামানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনা সূত্র জানায়, সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে দুই হাজার ২৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লাখ টাকা, আড়াই লাখ লিটার বিশুদ্ধ পানি ও চার হাজার ১৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। আর আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।