চুরি হওয়া স্বর্ণ ও রুপা উদ্ধার, গ্রেপ্তার ৪
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের একটি জুয়েলারি দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণ, ২৪টি নাকফুল ও রুপার গহনা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুজিবনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার করমদি গ্রামের সুলতান বাদশা (২২), মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ফজল হক (৪০), একই উপজেলার বিদ্যাধরপুর গ্রামের নোমান (২০) ও একই গ্রামের নান্টু মিয়া (৩০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ আগস্ট দিনগত রাতে গাংনী উপজেলার করন্দি গ্রামে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপার গহনা চুরি হয়। ৩০ আগস্ট গাংনী থানায় একটি মামলা করেন ওই দোকানের মালিক মাসুদ রানা। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।