চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষামেলা
যুক্তরাষ্টে উচ্চ শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দেখে চট্টগ্রামে ইউনিভার্সিটি শিক্ষামেলার আয়োজন করে মার্কিন দূতাবাস। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লুতে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়।
এ শিক্ষামেলার মাধ্যমে উচ্চ শিক্ষার পথ সুগম ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধনটা আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে জানান যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিভেন ইভেলি।
স্টিভেন ইভেলি বলেন, যুক্তরাষ্ট্রের হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা পরিচালিত হয়। এটা বাংলাদের মানুষ বিশ্বাস করে। কারণ গত এক বছরে যুক্তরাষ্ট্রে ১১ হাজার শিক্ষার্থী নিবন্ধিত হয়েছেন।
ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও মনে করেন দুতাবাসের কর্মকর্তারা। একই ছাদের নিচের এ শিক্ষামেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ২৫টি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টলে গিয়ে ভর্তির তথ্যসহ নানা বিষয়ের খোঁজখবর নেন।