সিলেটে ড্রিমবাজের শিক্ষা মেলা : থাকছে ফ্রি এয়ার টিকেটসহ নানা অফার
ইউকে, ইউএসএ ও কানাডায় উচ্চশিক্ষার যাবতীয় তথ্য নিয়ে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-ইউএসএ-কানাডা এডুকেশন ফেয়ার। আগামী ২৪ সেপ্টেম্বর সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে এই শিক্ষা মেলা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মেলা। ড্রিমবাজ এডুকেশন এই মেলার আয়োজন করেছে।
ইউকে, ইউএসএ ও কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় অংশগ্রহণ করতে পারবেন। এই তিনটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। জানা যাবে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন প্রসেস, টিউশন ফি, স্কলারশিপসহ নানা তথ্য। এছাড়াও স্পট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগও থাকছে মেলায়।
ইউকে, ইউএসএ ও কানাডার নামকরা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেওয়ার ক্ষেত্রে এবং দ্রুততম সময়ে অফার লেটার পেতেও ড্রিমবাজ এডুকেশন সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের সহায়তা করবে। আইইএলটিএস ছাড়াই অ্যাপ্লিকেশনের সুযোগও থাকছে মেলায়।
মেলায় ফাইল সাবমিট করলেই থাকছে ফ্রি এয়ার টিকেটসহ আইইএলটিএস, ওআইইটিসি, ডুয়োলিঙ্গোর ওপর শতভাগ ক্যাশব্যাক অফার। মেলায় অংশ নিতে এই লিংকে ক্লিক করে ফ্রি প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।
https://dreambuzzbd.com/event-reg.html
ড্রিমবাজ এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার কারণে তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভিসার আগে বা পরে কোনো সার্ভিস চার্জ নেন না। অফার লেটার পাওয়ার পর শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পাঠান। তাই ড্রিমবাজে এসে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।