ডা. আকাশের সন্ধান দাবি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের
বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রকিবুল ইসলাম আকাশের সন্ধান চেয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় আজ শনিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘প্রহসনের ডামি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ততই বেড়ে চলছে। যুগে যুগে স্বৈরাচারী শাসকগোষ্ঠী বিরোধী মতের মেধাবী রাজনৈতিক কর্মীদের ওপর চালিয়েছে অমানবিক নির্যাতন। সেই ধারা বজায় রেখে সারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে এই সরকার। তারই ধারাবাহিকতায় চর্ম রোগের ওপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রকিবুল ইসলাম আকাশকে গত ৫ জানুয়ারি রাতে তার রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে কাউন্টার টেররিজম ইউনিট ও ভাটারা থানা পুলিশ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।’
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, ‘গুম-খুন-হত্যা যাদের রাজনৈতিক মতাদর্শ, সেই ফ্যাসিস্ট সরকারের এমন কর্মকাণ্ডে ডা. আকাশের পরিবার ও রাজনীতি সচেতন প্রতিটি মানুষের জন্য একটা উদ্বেগের কারণ।’
বিবৃতিতে ডা. রকিবুল ইসলাম আকাশের সন্ধান ও মুক্তির দাবি জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি অবিলম্বে স্বৈরাচারের রোষানলে গ্রেপ্তার সব চিকিৎসক, পেশাজীবী ও রাজবন্দিদের মুক্তির দাবি জানান। একইসঙ্গে এ ধরনের স্বৈরাচারী নির্যাতনের তীব্র নিন্দাও জানান তিনি।