হত্যা মামলায় তিন সহোদরসহ সাতজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিন সহোদর ভাইসহ সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিচারক সায়েদুর রহমান খান পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় রায় দেন।
বিচার চলাকালে দুই আসামি পলাতক থাকায় তাঁদের অনুপস্থিততে এ রায় রায় দেন আদালত। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
সাজাপ্রাপ্ত তিন সহোদর আসামি হচ্ছেন পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়ার তিন ভাই যথাক্রমে আসাদ মিয়া, আবুল কাশেম ও ফালান মিয়া। এ ছাড়া বাকি চার আসামি হচ্ছেন আল আমিন, এনামুল হক, সুমন মিয়া ও মাসুদ। তন্মধ্যে আল আমিন ও এনামুল হক জামিনে গিয়ে পলাতক হন। আসামিরা সবাই একই এলাকার বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আখতারুজ্জমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরের দিন ২৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আখতারুজ্জমানের স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করে ২৯ ডিসেম্বর পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন।
আসমিপক্ষে অ্যাডভোকেট ম. সালেহিন সিদ্দীক মামলাটি পরিচালনা করেন।