নয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
দেশে আগের তুলনায় বেড়েছে রাজনৈতিক সহিংসতা। চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ৬৮৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬০ জন। আহত হয়েছে অন্তত ছয় হাজার ৭৪৩ জন। এ ছাড়া, ৯০টি গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ৫৭ জন। আহত হয়েছেন অন্তত ৭১ জন।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে দেশে গত নয় মাসের রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড, নারী ও শিশুর প্রতি সহিংসতা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার একটি চিত্র তুলে ধরা হয়। একই প্রতিবেদনে সীমান্ত হত্যার পরিসংখ্যানও উঠে এসেছে।
এইচআরএসএসের তথ্য মতে, গত ৯ মাসে দেশে ১৪২টি শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৬ জন। ১৯টি গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তথ্য দিয়ে এইচআরএসএস জানায়, সেপ্টেম্বর পর্যন্ত গণমাধ্যমকর্মীদের ওপর ১৪০টি হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে ২১৮ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
এ ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৩৯টি হামলার ঘটনায় ১৯ জন বাংলাদেশি নিহত ও ১৮ জন আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে সাতজন।
একই সময়ে এক হাজার ৯৫৯ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮২৯ জন। এর মধ্যে ৫৭ শতাংশই শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৫ জনকে, যাদের মধ্যে শিশু ২১ জন। এসিড সহিংসতার শিকার হয়েছেন আট নারী।