ভালুকায় অটোচালক হত্যা, চার আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকার অটোচালক কাউসারকে (১৫) গাজীপুরে ডেকে নিয়ে হত্যা ও অটো নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান র্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন—আলী হোসেন (১৯), মনজুরুল (৩৩), সুলতান (৩৮) ও আসিক (২২)। নিহত কাউসার ভালুকার হবিরবাড়ি গ্রামের মতিউরের ছেলে।
র্যাবের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, ‘অটোচালক কাউসার ১৩ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। ১৬ অক্টোবর তার মরদেহ গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর বনের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। পরে গাজীপুর সদর থানায় বাদী হয়ে নিহতের মামা মতিউর রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গতকাল মঙ্গলবার দিনগত রাতে গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।’
র্যাবের অধিনায়ক আরও বলেন, ‘কাউসারকে হত্যার পর তার অটো নিয়ে যায় হত্যাকারীরা। আসামিদের গ্রেপ্তারের পর অটোর কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।’