১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, তিন জেলে আটক
সিরাজগঞ্জের যমুনা নদী থেকে তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৭৯টি চায়না দুয়ারি জাল ও দুই কেজি ৫০০ গ্রাম মাছ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে আজ শনিবার (২১ অক্টোবর) ওই জেলেদের আটক ও জাল জব্দ করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান এই জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।
সদর উপজেলার মৎস্য অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘মা ইলিশ রক্ষায় যমুনা নদীর সদর উপজেলা এরিয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ জালসহ তিন জেলেকে আটক করে জরিমানা করা হয়। জব্দকরা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।’