খাগড়াছড়িতে ১১৫২ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার
খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ১৫২ লিটার চোলাই মদ ও একটি রেজিষ্ট্রেশন বিহীন মিনি পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় বিশেষ এই অভিযান পরিচালনা করেন মাটিরাঙা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটওয়ারী।
শনিবার (২১ অক্টোবর) গভীর রাতে মাটিরাঙা বাজারের পুলিশ বক্সের সামনে থেকে চট্টগ্রামগামী রেজিষ্ট্রেশন বিহীন মিনি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এক হাজার ১৫২ লিটার দেশি চোলাই মদ ও পরিবহণে ব্যবহৃত পিকআপ ভ্যানটিসহ মাদক ব্যবসায়ী আইয়ুব আলীকে (৩৫) আটক করে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া আটকের বিষয়টি স্বীকার করে জানান, এ ব্যাপারে মাটিরাঙা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।