ডাকাত সন্দেহে স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার শহিদুল
ফরিদপুরে ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করেতো তারা। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী, স্ত্রী ও শ্যালক।
ফরিদপুরে কাতার প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় ওই তিনজনকে গতকাল শনিবার (২১ অক্টোবর) রাতে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে দুজনকে ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়া থেকে ও একজনকে সালথা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম (৪০), তার স্ত্রী মিনু আক্তার ওরফে শারমিন (৩৮) ও তার শ্যালক আরিফ মতব্বর (৩০)।
আজ রোববার (২২ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার তাম্বুলখানা এলাকার এক প্রবাসীর বাড়িতে নারীসহ আটজনের একটি ডাকাত দল হানা দেয়। তারা ওই বাড়ির গ্রিলের জানলা কেটে বাড়িতে প্রবেশ করে। এরপর সোনার গয়না ও নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ সর্বমোট সাত লাখ ৫৭ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মো. শাহজাহান বলেন, ‘এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জেলার নগরকান্দার একটি বাড়িতে একই কায়দায় ডাকাতি করেছিল দলটি। এ ছাড়া তারা বাঘেরহাট, নারায়ণগঞ্জ, ঢাকার খিলগাঁও এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।’