মানিকগঞ্জে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৩
দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তিন দিনের টানা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
বিএনপিনেতারা অভিযোগ করে বলেন, এদিন সকাল সাতটার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এ সময় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। এ ছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, বিএনপি নেতা নাসির উদ্দীন যাদু ও পৌর বিএনপিনেতা আরিফকে পুলিশ আটক করেছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।’