কালকিনিতে দিন-দুপুরে ইতালি প্রবাসীর বাসায় চুরি
মাদারীপুরের কালকিনিতে দিন-দুপুরে মিজানুর রহমান (৪৪) নামে এক ইতালি প্রবাসীর ভাড়া বাসার দরজার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
এ সময় চোরেরা বাসার ভেতরের দুটি স্টিলের আলমিরা ভেঙে নগদ অর্থসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বিকেলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী বীথি আক্তারসহ পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে পৌর এলাকার পুরানবাজারের ইসলামী ব্যাংকের ৪তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। আজ দুপুরে ওই প্রবাসীর স্ত্রী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সুযোগে একটি চোরচক্র ওই বাসার তালা ভেঙে প্রথমে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি স্টিলের আলমীরা ভেঙে চারটি স্বর্ণের গলার হার,ছয়টি হাতের রুলি, একটি চুরি, ছয়টি গলার চেইন,ছয়টি কানের ঝুমকা, ছয়টি কানের দুল, আটটি হাতের আংটিসহ মোট ৪০ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে। বিকেলে প্রবাসী পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাসায় ফিরে এসে এ চুরির ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেন।
ভুক্তভোগী ইতালী প্রবাসীর শ্যালক জোবায়ের বলেন, ‘আমাদের বাসা খালি পেয়ে চোরেরা ৮০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল ঘুরে দেখেছি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’