চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ নভেম্বর) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ভেলাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ওই ইউনিয়নের চামাগ্রামে আবু তালেবের ছেলে মারুফ (১৯) ও একই এলাকার শাহিনের ছেলে মোহাম্মদ হোসাইন (১১)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে চামাগ্রাম ভেলাপাড়া মহানন্দা নদীর ঘাটে দুজন গোসল করতে গিয়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকেল ৪টায় দুজনের মরদেহ উদ্ধার করে।
আইনি ব্যবস্থা শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।