ভোলায় অবরোধ সমর্থনে বিএনপির মশাল মিছিল
ভোলায় বাসে আগুন, বিক্ষোভ আর মশাল মিছিলের মধ্য দিয়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন অতিবাহিত। আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে অবরোধের পক্ষে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি।
তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল জেলার চরফ্যাশনে গভীর রাতে কে বা কারা আগুন দেয় একটি বাসে। বাসটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অবরোধের পক্ষে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি।
আজ সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে একটি মশাল মিছিল হয়। মিছিলটি শহরের বাপ্তা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বাপ্তা বোডের ঘর পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।