ফরিদপুরে কাজ করছে চার প্লাটুন বিজিবি
জনগণের সর্বোচ্চ নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার। আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, জেলার বিভিন্ন জায়গায় সড়কের নিরাপত্তা জোরদার ও মানুষের জানমালের নিরাপত্তার জন্যই চার প্লাটুন বিজিবি কাজ করছে। যত দিন অবরোধ, হরতালসহ বিভিন্ন সমস্যা থাকবে, তত দিন তারা মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল জানান, প্রতি প্লাটুন বিজিবির জন্য একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। অবরোধের শুরু থেকেই বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের যৌথ টহল দিয়ে জেলাজুড়ে কাজ করছে। তিনি বলেন, নগরকান্দা, সালথা, ভাঙ্গা, সদরপুর উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এই দুই প্লাটুন বিজিবির সঙ্গে দুজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এ ছাড়া ফরিদপুর সদর, মধুখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী, চরভদ্রাসনে দুই প্লাটুন বিজিবির সঙ্গে কাজ করছেন দুজন ম্যাজিস্ট্রেট।
মানুষের জানমালসহ সব নিরাপত্তা বিধানে যৌথ টহল চলমান এবং মনিটরিং করা হচ্ছে বলে জানান এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।