সিরাজগঞ্জ বিএনপিনেতা হিটলার কারাগারে
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার এখন কারাগারে। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি এসব তথ্যের পাশাপাশি বলেন, ‘শামীম হোসেন হিটলারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’