ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান-মেম্বারসহ কারাগারে ৩৮
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে কালিসীমা গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ (মেম্বার) উভয় পক্ষের ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার (১৩ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের। এর আগে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্য রয়েছেন- নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম, একই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আরজু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ হোসেন।
এসব তথ্য নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, গ্রেপ্তারকৃতদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হবে।
পূর্ব বিরোধের জেরে গতকাল রোববার সন্ধ্যায় সাবেক ইউপি মেম্বার আরজু গ্রুপের দোলা গোষ্ঠী মুক্তিযোদ্ধা শওকত আলী ও তার ছেলেকে মারধর করে জেলা পরিষদের সদস্য বাবুল মিয়ার পক্ষের খানবাড়ি ও সিরাজ আলীর গোষ্ঠীর লোকজন। এ ঘটনার জের ধরে আজ দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও হামলায় উভয় পক্ষের ১০ জন আহতসহ বেশকিছু বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।