ঘূর্ণিঝড় ‘মিধিলি’ : সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা
বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিন্মচাপটি ঘূর্ণিঝড় মিধিলিতে রূপ নিয়ে উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়ায় সারা দেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ ও উপকূলীয় সব রুটে নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধের নির্দেশনা বহাল থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকেও ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে খেপুপাড়ার কাছে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে পারে।