সিরাজগঞ্জে বিএনপিনেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২২ নভেম্বর) সকালে সুলতান মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে বলে সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুর এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার দিয়ার পাঁচিল বাজার এলাকা থেকে বিএনপিনেতা সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়।